আমেরিকার উপর পরিচালিত ১১ই সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলা মূলত বিশাল পরিকল্পনারই অংশবিশেষ। এর শেষ লক্ষ্য হচ্ছে: ইসরাঈলকে বিশ্বের ‘নিয়ন্তা রাষ্ট্রে’ পরিণত করা, যাতে মসীহ ‘দাজ্জাল’ জেরুজালেম থেকে বিশ্ব শাসন করতে পারে। ১১ই সেপ্টেম্বরের এই সন্ত্রাসী হামলার পথ ধরেই বিশ্ব বর্তমানের এই রাজনৈতিক ও সামাজিক অবস্থায় এসেছে, যেটা সকল জাতিগোষ্ঠী নির্মূলের এজেন্ডা নিয়ে সামনে এগোচ্ছে। যারাই তাদের শয়তানী এজেন্ডার বিরোধিতা করছে, তাদেরকে টার্গেট করে দমন করা হচ্ছে। ১১ই সেপ্টেম্বরের সন্ত্রাসীর ফল হচ্ছে: সন্ত্রাসবাদ দমনের অজুহাত দেখিয়ে তাদের এজেন্ডাকে তারা সামনে নিয়ে যাচ্ছে। আফগানিস্থান, ইরাক, লিবিয়া সর্বশেষ সিরিয়া সবই ১১ই সেপ্টেম্বরের বিস্তৃত ফল।
বইটিতে এই বিষয়টিকে অত্যন্ত অন্তর্দৃষ্টির সাথে ব্যাখ্যা করা হয়েছে। একটি ব্যাপার খেয়াল করতে হবে, বইটি লেখা হয়েছে ২০০১ সালের ডিসেম্বরে। সবেমাত্র সন্ত্রাসী হামলা ঘটেছে। পুরোবিশ্ব আতংকের কুয়াশাতে আক্রান্ত। মুসলিমদের উপর যাবতীয় দোষ চাপানো হয়েছে এবং আমেরিকা আফগানিস্থানে ধ্বংসযজ্ঞে মেতে উঠেছে, ঠিক সে সময় এই বইটি রচিত হয়েছে। তাই ভাষাটা অনেকটা আবেগময় হয়েছে।
বইটির শেষে আমি শেখ ইমরান নযর হোসেনের তিনটি প্রবন্ধ যোগ করেছি, যেগুলো এই বইয়ের বিষয়বস্তুর মিলিয়ে পড়ার মতো।
১ম ই-বুক সংস্করণ: সফর ১৪৩৭ হিজরি/নভেম্বর ২০১৬ খ্রিস্টাব্দ
প্রকাশনা : মেটাকেভ পাবলিকেশন্স
প্রচ্ছদ : শিহাব মোকশেদ
পৃষ্ঠা: ৭৬
মূল্য: ই-বুকটি বিনামূল্যে ডাউনলোড যোগ্য
মন্তব্য বা যোগাযোগের জন্য অনুগ্রহ করে নীচের ফর্মটি পুরন করুন
Web Experience by MetaKave