“যে তার সত্তাকে অবগত হলো সে তার রবকে জানলো।”
-নবী মুহাম্মদ (সা.)
আপন সত্তাকে জ্ঞাত হবার মাধ্যমেই মহান আল্লাহর পরিচয় পাওয়া যায়। নবী (সা.) এর এই বাণীর উপর ভিত্তি করে এই বইটি রচিত হয়েছে।
নবী (সা.) এর বাণীকে গভীরভাবে বিশ্লেষণ করা হয়েছে। আপন সত্তাকে জানলে জানা যাবে আমাদের এই মহাবিশ্বের প্রকৃত রহস্য। “সমস্ত বস্তুই ধ্বংসশীল কেবল তাঁর চেহারা ব্যতীত”কুরআনের এই বাণীকে বোঝা যাবে।
সত্যিকারের অস্তিত্ব যে কেবল আল্লাহরই এবং আমাদের তথা মহাবিশ্বের অস্তিত্ব নিছক কল্পনা সেটাই তুলে ধরা হয়েছে এই বইটিতে। আজকের কোয়ান্টাম বিজ্ঞানের এই যুগে এ ব্যাপারটি বোঝা খুব কঠিন হবে না।
আমাদের আপাত দৃশ্যমান অস্তিত্ব একটা কল্পনা ভিন্ন কিছু নয়। আর এই কল্পনাকে বাস্তব হিসেবে তুলে ধরছে আমাদের মস্তিস্ক। চোখ যা দেখে মস্তিস্ক তাকে পরিমার্জন করে সেটাকে দৃশ্যমান বস্তু হিসেবে প্রদর্শন করে। যেটার মাধ্যমে এই জগতকে তার বর্তমান অবস্থায় দেখা যায়।
মস্তিস্কের সীমাবদ্ধ ডিকোডিং বা রূপান্তর-ক্ষমতাকে যখন সাধনা, যিকির, মুশাহাদা, মুরাকাবা এবং অন্যান্য আধ্যাত্মিক প্রশিক্ষণের মাধ্যমে উন্নত করা যাবে, তখনই সত্যজ্ঞান বা মহান আল্লাহর পরিচয় লাভ করা যাবে। জানা যাবে মহাজাগতিক সত্য। এই বিষয়টি আলোচ্য বইটিতে নানাভাবে প্রতিধ্বনিত হয়েছে।
মূলবইটিতে কোন অনুচ্ছেদ ছিলো না। পাঠকের বোঝার সুবিধার্থে অনুচ্ছেদ যোগ করা হয়েছে। আরবি পরিভাষাগুলোকে টিকাতে উল্লেখ করা হয়েছে।
“চিন্তার সীমানা: ইমাম রাযিকে লেখা ইবনে আরাবীর চিঠি”র পর বাংলাভাষার দ্বিতীয়বারের মতো ‘মেটাকেভ পাবলিকেসন্সে’র তত্ত্বধানে শেখ আল আকরের কোন বই প্রকাশিত হচ্ছে। প্রশংসা মহান আল্লাহর। মহান আল্লাহর ইচ্ছায় ইনশাআল্লাহ তাঁর প্রধান কাজগুলোও বাংলাভাষায় প্রকাশিত হবে।
১ম ই-বুক সংস্করণ: জিলহজ্ব ১৪৩৭ হিজরি/সেপ্টেম্বর ২০১৬ খ্রিস্টাব্দ
প্রকাশনা : মেটাকেভ পাবলিকেশন্স
প্রচ্ছদ : সাদিক মোহাম্মদ আলম
পৃষ্ঠা: 48
মূল্য: ই-বুকটি বিনামূল্যে ডাউনলোড যোগ্য
মন্তব্য বা যোগাযোগের জন্য অনুগ্রহ করে নীচের ফর্মটি পুরন করুন
Web Experience by MetaKave