শ্রদ্ধেয় শেখ ইমরান হুসেইন ‘শেষ সময়’ বিষয়টাকে আজকের ঘটমান বিশ্বের সদা পরিবর্তনশীল রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সামরিক ঘটনাবলীর সাথে সম্পৃক্ত করেছেন আর এতে তিনি কুরআন এবং হাদীসের সংগতিপূর্ণ ব্যবহার করেছেন যেটা এককথায় দারুন এবং চোখ উন্মোচনকারী। কেননা আমাদের নিকটে তো কুরআনের এই সব আয়াত এবং হাদীস বিদ্যমান ছিলো কিন্তু কখনো তো এভাবে ভাবার অবকাশ কারো হয় নি। কখনো তো মালা গাঁথার মতো কেউ তা ব্যবহার করেনি। মূলত ‘শেষ সময়’ বিষয়টাকে জ্ঞানের আলাদা একটি শাখা হিসেবে প্রতিষ্ঠাকল্পে তাঁর ভূমিকা সত্যিই অনস্বীকার্য। তাঁর অনুপ্রেরণায় আজ অনেকেই ‘শেষ সময়’ বিষয়টা নিয়ে গবেষণায় রত। প্রশংসা আল্লাহর জন্যেই।
‘পবিত্র কুর’আনে জেরুজালেম’ (যেটার অনুবাদ সামনে পড়বেন) ‘শেষ সময়’ বিষয়টাতে একটা আলোড়ন সৃষ্টিকারী বই। এই বইটা ২০০২ সালে লেখা কিন্তু যখনই আপনি ‘শেষ সময়’ বিষয়টাকে নিয়ে ভাববেন তখনই এই বইটির প্রয়োজনীয়তা আপনি চরমভাবে অনুভব করবেন। বারংবার পড়ার মতো বই। ‘পবিত্র কুর’আনে জেরুজালেম’ বইটি ‘শেষ সময়’ বিষয়টার অপরিহার্য পাঠ্যবই। আজো এই বইটির বিষয়বস্তু সত্য যেমনটি লিখার সময়ও ছিলো।
“আজ আমরা যে আজব পৃথিবীতে বসবাস করছি মুসলিমদের কাছে সেটাকে ব্যাখ্যা করার সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এই গ্রন্থখানি লেখা হয়েছে। এটা এমন পৃথিবী যেখানে ইসলামের বাণী আপাত দৃষ্টিতে অর্থহীন মনে হয়। কিন্তু ইতোমধ্যেই জেনে না থাকলেও এই গ্রন্থটি পড়ার পর পাঠক জানবেন যে, বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন রকমের। তারা নিশ্চিতরূপে জানতে পারবেন যে, জেরুজালেমের শেষ অধ্যায় সত্য সম্পর্কে ইসলামের দাবীকে দর্শনীয় ভাবে প্রতিষ্ঠিত করবে। সেই সাথে মুসলমানদেরকে ইসলামের উপর পরিচালিত বর্তমান যুদ্ধে প্রতিরোধ করার শক্তি সঞ্চয়ে সাহায্য করবে, যে যুদ্ধের মাধ্যমে ধর্ম-বিমুখ পৃথিবী আল্লাহ্ তা‘আলার উপর বিশ্বাসকে ধ্বংস করার ব্যাপারে সম্ভাব্য বৃহত্তম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।”
১ম ই-বুক সংস্করণ: মুহাররম ১৪৩৭ হিজরি/অক্টোবর ২০১৬ খ্রিস্টাব্দ
প্রকাশনা : মেটাকেভ পাবলিকেশন্স
প্রচ্ছদ : সাদিক মোহাম্মদ আলম
পৃষ্ঠা: 337
মূল্য: ই-বুকটি বিনামূল্যে ডাউনলোড যোগ্য
মন্তব্য বা যোগাযোগের জন্য অনুগ্রহ করে নীচের ফর্মটি পুরন করুন
Web Experience by MetaKave